বুধবার ১৫ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ১৮ মে ২০২৪ ১১ : ২১Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভারতের অবস্থা রাশিয়ার মত হয়ে রয়েছে। যা অত্যন্ত ভয়ানক। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তিনি তাঁর বিরুদ্ধে ওঠা আওয়াজকে দমিয়ে রাখেন। বিরোধীদের তিনি জেলে পাঠান, নাহলে তাঁদেরকে হত্যা করেন। এরপর তিনি ৮৭ শতাংশ ভোট পান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তুলনা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি আরও বলেন, কিছুদিন আগেই বাংলাদেশে নির্বাচন হয়েছে। সেখানে সমস্ত বিরোধীদের গ্রেপ্তার করে শেখ হাসিনা জয়লাভ করেছেন। অন্যদিকে পাকিস্তানে ইমরান খানের দল ভেঙে টুকরো হয়ে গিয়েছে। মোদি বাংলাদেশ এবং পাকিস্তান থেকে শিক্ষা নিয়ে কাজ করছেন। কেজরিওয়াল এদিন বলেন, তাঁরা আমাকে জেলে ভরেছে। মনীষ সিসোদিয়াকেও জেলে ভরেছে। কংগ্রেস দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করা হয়েছে। তাহলে কীভাবে ভোটে লড়বেন, জিতবেন। এটা মোদির কাপুরুষতার লক্ষণ। প্রসঙ্গত, ৫০ দিন জেলে থাকার পর কেজরিওয়ালকে নির্বাচনের প্রচারের জন্য অন্তর্বর্তী জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে আদালতের সময়সীমা শেষ হলেই ফের জেলে ফিরতে হবে কেজরিওয়ালকে।